রংপুর ও পটুয়াখালী প্রতিনিধি

  ১৩ অক্টোবর, ২০১৮

বিশ্ব ডিম দিবস

রংপুর ও পটুয়াখালীতে র‌্যালি

‘সুস্থ সবল জাতি চাই, সব বয়সেই ডিম খাই’ শ্লোগানে রংপুরে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯ টায় বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলরুমে সামনে শেষ হয়। পরে টাউন হলরুমে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের আয়োজনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর উপ-পরিচালক ডাঃ শেখ আজিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল্লা সাজ্জাদ,বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগ স্বাস্থ্য ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ শাহীন আরা হক। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর জেলার সকল পোল্টি খামারীরা।

এদিকে পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালীতে বিশ্ব ডিম দিবসে জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডস্ট্রিস সেন্টাল কাউন্সিলের সহযোগিতায় সকাল ১০টায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বনাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের প্রতিপাদ্য নিয়ে জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মলয় কুমার শূর এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সোহেল রানা এর সঞ্চালনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (রাজস্ব) মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) মোঃ নুরুল হাফিজ,জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন,সহকারী কমিশনার (এনডিসি) নাদির শাহ, সহকারী কমিশনার সঞ্চিতা বিশ্বাস। এছাড়া প্রেল্ট্রি ব্যবসায়ী ও খামারীরা বক্তব্য রাখেন। র‌্যালি ও আলোচনা সভায়জেলা প্রশাসন ও প্রানী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ,প্রেল্ট্রি ব্যবসায়ী ও খামারীরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close