বাগেরহাট প্রতিনিধি

  ১৮ আগস্ট, ২০১৮

খানজাহান বিমানবন্দর

৫২৯ একর জমির দখল হস্তান্তর

বাগেরহাটে নির্মানাধিন খানজাহান আলী বিমান বন্দরের জন্য নতুন করে অধিগ্রহণকৃত আরো ৫২৯ একর জমির দখল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে রামপাল উপজেলার ফয়লায় খানজাহান আলী বিমান বন্দর এলাকায় জেলা প্রশাসন আনুষ্ঠানিক ভাবে বেবিচক’র কাছে অধিগ্রহণকৃত এসব জমির দখল হস্তান্তর করেন। অধিগ্রহণকৃত জমির দখল হস্তান্তর ও ক্ষতিগ্রস্থ জমি মালিকদের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আরো উপস্তিত ছিলেন, বাগেরহাট-৩ আসনের এমপি তালুকদার হাবিবুন নাহার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) অতিরিক্ত সচিব মো. হেমায়েত হোসেন, পরিচালক (প্রশাসন) যুগ্ন সচিব মো. সাইফুল ইসলাম, এসপি পংকজ চন্দ্র রায়, প্রকল্প পরিচালক মো. শহীদুল আফরোজ প্রমুখ। পরে জমি মালিকদের ক্ষতিপুরনের চেক প্রদান করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close