ফরিদপুর প্রতিনিধি

  ০৮ আগস্ট, ২০১৮

ফরিদপুরে দৃষ্টিশক্তি ফিরে পেল ৩৭ জন

ফরিদপুরে সমাজসেবামূলক সংস্থা ‘কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন’-এর সহযোগিতায় ৩৭ জন রোগীকে বিনামূল্যে লেন্স সংযোজনসহ চোখের ছানি অপারেশন করা হয়েছে। তাদের সবাইকে প্রয়োজনীয় ওষুধ ও কালো চশমা দেওয়া হয়েছে। তারা ফিরে পেয়েছেন দৃষ্টিশক্তি। গত মঙ্গলবার রাতে বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালে এসব রোগীর অস্ত্রোপচার করা হয়। চক্ষু সার্জন প্রফেসর ডা. রাহাত আনোয়ার চৌধুরী ও তার টিম এ অস্ত্রোপচার সম্পন্ন করেন। গতকাল মঙ্গলবার সকালে ডা. রাহাত আনোয়ার চৌধুরী উপস্থিত থেকে রোগীদের পর্যবেক্ষণ করে তাদের ছাড়পত্র দেন। তিনি তাদের খোঁজ-খবর নেন এবং সবাইকে আশ্বস্ত করেন সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষক লীগের সদস্য সচিব শেখ শহীদুল ইসলাম শহীদ, বাংলাদেশ টেলিভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি সাজ্জাদ বাবু, চক্ষু হাসপাতালের পরিচালক মমতাজ বেগম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close