পঞ্চগড় প্রতিনিধি

  ০১ জুলাই, ২০১৮

পঞ্চগড়ে ভিজিডি কর্মসূচির ওপর গণশুনানি

পঞ্চগড়ে ভিজিডি কর্মসূচি নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন কার্যালয় মাঠে ওই গণশুনানি অনুষ্ঠিত হয়।

ফেডারেশন চেয়ারম্যান আবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড়ের কর্মসূচি ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) হাসিনা পারভীন, ইউপি সদস্য তরিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য রশিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা ফিরোজ বুলবুল প্রমুখ। গণশুনানিতে দুই শতাধিক কিষাণ-কৃষাণি উপস্থিত ছিলেন। গণশুনানিতে শতকরা ২০ ভাগ সুবিধাভোগী মনে করেন যে, তালিকাভুক্তির ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের নির্ধারিত কমিটি সঠিকভাবে দায়িত্ব পরিচালনা করেনি। শতকরা ৯৩ ভাগ সুবিধাভোগী মনে করেন যে, কর্মসূচি থেকে প্রাপ্ত সুবিধাসমূহ পর্যাপ্ত নয় এবং তারা কোনো প্রকার আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ পাননি। শতকরা ৯৬ জন সুবিধাভোগী বলেন যে, তাদের খাদ্য বিতরণের সময় সরকারি কোনো কর্মকর্তা পরিদর্শন করেননি। আর শতকরা ৪৬ জন সুবিধাভোগী বলেন যে, তালিকাভুক্তির পূর্বে বাড়ি পরিদর্শন করা হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist