নেত্রকোনা প্রতিনিধি

  ০৮ মে, ২০১৮

ঝড়ে ৪ গ্রামের দেড় শতাধিক ঘর বিধ্বস্ত

নেত্রকোনা সদর উপজেলার রৌহা ও মৌগাতী ইউনিয়নের চারটি গ্রামের ওপর দিয়ে সোমবার সকালে কাল বৈশাখী ঝড় বয়ে গেছে। অসংখ্য গাছ উপড়ে ও ভেঙ্গে পড়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে ইরি বোরো ফসলের ।

জানা গেছে, সোমবার সকাল ১১টার দিকে সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলী কেশবপুর, বাজে আমলী, আমলী মধুপুর ও মৌগাতী ইউনিয়নের ভাওয়াল গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে দেড় শতাধিক কাঁচা ও অধাপাকা ঘর বিধ্বস্ত হয়। ওই সমস্ত গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষ খোলা আকাশের নিচে রয়েছে।

সদর ইউএনও সাবিহা সুলতানা, রৌহা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাতেন, মৌগাতী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খান আবুনী ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শন করেছেন।

নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, সদরের ইউএনও ক্ষতিগ্রস্ত গ্রাম দেখতে গেছেন। তাকে ক্ষয়ক্ষতির প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist