সরিষাবাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

  ১৫ মার্চ, ২০১৮

যমুনা সার কারখানা শ্রমিকদের ৮ম মজুরি স্কেল দাবি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিস্থ যমুনা সার কারখানায় শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) উদ্যোগে গতকার বুধবার সকালে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশের ৮০টি ট্রেড ইউনিয়নের সংযুক্ত সংগঠন সেক্টর কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের ডাকা ৮ম মজুরি স্কেলসহ ১৯ দফা বাস্তবায়নের দাবিতে এ সমাবেশ করা হয়। সিবিএ সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সেক্টর কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের আহ্বায়ক খান সিরাজুল ইসলাম।

সমাবেশে বক্তব্য রাখেন বিসিআইসি শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি এম কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল হাদী, কার্যকরী সভাপতি ফরিদ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক ভুঁইয়া, যমুনা সার কারখানার সিবিএ সাধারণ সম্পাদক শাহজাহান আলী, কার্যকারী সভাপতি মোসলেহ্ উদ্দিন প্রমুখ।

বক্তারা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে উদ্দেশ্য করে বলেন, তিনি হলমার্ক কেলেঙ্কারীকে অল্প টাকা মনে করেন, কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত শিল্প-কারখানাগুলো একে একে ধ্বংস করে দিচ্ছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist