চাঁদপুর প্রতিনিধি

  ১৩ মার্চ, ২০১৮

আগুনে পুড়ল চাঁদপুরের পাইকারি বাজার

চাঁদপুর শহরের সবচাইতে বড় পাইকারি বাজার পালবাজারে আগুনে ২৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুনে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

চাঁদপুর ফায়ার সার্ভিস (উত্তর) স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফারুক জানান, গতকাল সোমবার ভোরে বাজারের বকুলতলা রোডে বাসু ছৈয়ালের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পাল বাজারের ব্যবসায়ী মুকবুল হোসেন জানান, বাজারের বকুলতলা রোডে এক দোকান আরেক দোকানের সাথে লাগানো। বাসুর দোকানের আগুনের সূত্রপাত হলে আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর সদস্যরা খবর পেয়ে ৬ টায় ঘটনাস্থলে আসে। এরই মধ্যে ২৫ দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বেশীরভাগই সব্জি, ডিমের আড়ৎ, মুদি ও কনফেকশনারী। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন বলে ধারনা করছেন স্টেশন অফিসার ফারুক আহম্মেদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist