নোয়াখালী প্রতিনিধি

  ০৩ জানুয়ারি, ২০১৮

বিপিএম পাচ্ছেন নোয়াখালীর এসপি

বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পাচ্ছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ।

এর আগে ২০১৫ সালে তিনি প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) এবং ২০০৭ ও ২০১২ সালে জাতিসংঘ শান্তিপদক পান। আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত বার্ষিক কুচকাওয়াজে এসপি ইলিয়াছ শরীফকে এই পদক পরিয়ে দেবেন।

জঙ্গি, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বলিষ্ঠ ভূমিকার পাশাপাশি মাঠ পর্যায়ের কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম সফলভাবে পালন করায় এ বছর তাকে এ পদক দেওয়া হচ্ছে বলে পুলিশ সদর দফতর থেকে নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো এক ফ্যাক্স বার্তায় জানানো হয়েছে।

ইলিয়াছ শরীফ ২০০১ সালের ৩১ মে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ২০১৪ সালের ২৩ মার্চ থেকে তিনি নোয়াখালী জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist