নিজস্ব প্রতিবেদক

  ১৯ সেপ্টেম্বর, ২০১৭

বিমানের আসনে সাড়ে চার কেজি সোনা

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে সাড়ে চার কেজির বেশি সোনা উদ্ধার করেছে কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। গতকাল সোমবার সকাল আটটার দিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম ওজনের সোনা উদ্ধার করা হয়। প্রিভেনটিভ দলের প্রধান ও ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা ইউএস-বাংলার একটি ফ্লাইটে তল্লাশি চালানো হয়। এ সময় একটি আসনের পেছনে শক্ত ধাতব বস্তু থাকার অস্তিত্ব পাওয়া যায়। আসনের ফোম তুলে দেখা যায়, একটি ছোট কালো ব্যাগ আঠা দিয়ে ওই আসনের সঙ্গে লাগানো আছে। পরে ব্যাগটি মালিকবিহীন অবস্থায় বিমানবন্দরের কাস্টম হলে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে ব্যাগটি খোলা হয়। এ সময় ব্যাগের ভেতর স্কচটেপে মোড়ানো ১০ তোলা ওজনের ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। সোনার বারগুলোর ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম, যার আনুমানিক মূল্য ২ কোটি ৩২ লাখ টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist