নিজস্ব প্রতিবেদক

  ২৪ জুন, ২০১৭

ঈদ হতে পারে সোমবার

রোজা ২৯টি হলে ২৬ জুন সোমবার ও ৩০টি হলে ২৭ জুন মঙ্গলবার ঈদ উদ্যাপিত হবে। তবে আবহাওয়া অধিদফতরের উপপরিচালক আবদুর রহমান বলেছেন, ২৫ জুন রোববার আকাশে চাঁদ দেখা যাবে। ফলে নিশ্চিতভাবে সোমবার ২৬ জুন সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।

তিনি বলেন, ‘মূলত তিনটি বিষয় ক্যালকুলেশন করে আমি নিশ্চিত হয়েছি সোমবারই ঈদ হবে।

প্রথমত, দিগন্ত থেকে অ্যাল্টিচিউড ১০ ডিগ্রি হলেই চাঁদ দেখা যায়। ক্যালকুলেশনে দেখা গেছে ওইদিন অ্যাল্টিচুউড ১৪ ডিগ্রির উপরে থাকবে। এ হিসাবে চাঁদ দেখা যাওয়া প্রায় নিশ্চিত। ‘দ্বিতীয়ত, শনিবার (আজ) সকাল ৮টায় নতুন চাঁদের জম্ম হবে। সূর্যের আলোতে চাঁদ দেখা যায় না বলে ২৫ জুন সন্ধ্যায় চাঁদের বয়স হবে ৩৪ ঘণ্টা। ফলে চাঁদ দেখা না যাওয়ার কোনো কারণ নেই। তৃতীয়ত গোধূলির পর আকাশে চাঁদ মাত্র ২০ মিনিট অপেক্ষা করলেই চাঁদ দেখা যায়। সেক্ষেত্রে ওইদিন গোধূলির পর ৪৮মিনিট অবস্থান করবে চাঁদ। হঠাৎ কিছু না ঘটলে ২৫ জুন চাঁদ উঠা ও ২৬ জুন সোমবার ঈদ পালন হওয়া শতভাগ নিশ্চিত। যোগ করেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist