ঢাবি প্রতিনিধি

  ২০ মে, ২০১৭

ঢাবি ফজলুল হক হল

‘হারানো দিনে’ ফিরলেন সাবেক শিক্ষার্থীরা

জ্যৈষ্ঠের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে ফজলুল হক হলের সাবেক শিক্ষার্থীরা জড়ো হয়েছেন মিলন মেলায়। পুরনো বন্ধু, হারানো দিন ও স্মৃতির ছবিকে রঙিন করতেই হাজারো সহপাঠী নাগরিক ব্যস্ততা ছেড়ে গতকাল শুক্রবার সকালে হাজির হয়েছেন প্রিয় শিক্ষায়তনের সবুজ চত্বরে। ১৯৪০ সালে যাত্রা শুরুর পর সাবেকদের নিয়ে সব থেকে বড় মিলন মেলা বসল এবার। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন, অধ্যাপক আবু জাফর মাহমুদ, কাজী আবদুল ফাত্তাহ, হল প্রভোস্ট হারুন অর রশীদসহ শতাধিক অ্যালামনাই উপস্থিত রয়েছেন এই পুনর্মিলনীতে। অবিভক্ত বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী এ কে ফজলুল হকের নামে ১৯৪০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ হলের যাত্রা শুরু হয়। পুনর্মিলনী উপলক্ষে পুরনো এ হল সেজেছে রঙিন সাজে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ারের নেতৃত্বে ফজলুল হক হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রস্তুতি কমিটির উদ্যোগে হয়েছে পুনর্মিলনী ও প্রথম সাধারণ সভার সার্বিক আয়োজন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist