চট্টগ্রাম ব্যুরো

  ২৯ মার্চ, ২০১৭

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

নগরের লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত শতাধিক পরিবারকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই নির্দেশনা জারি করা হয়। অভিযানে ওই এলাকার পাহাড়ের পাদদেশে বসবাসরত ১৮টি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুন। তিনি বলেন, ‘নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে লালখান বাজারের মতিঝর্ণা এবং বাটালী পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সতর্ক করা হচ্ছে। কেননা, এই এলাকার পাহাড়গুলো খুবই ঝুঁকিপূর্ণ। বর্ষার বৃষ্টিতে এই এলাকায় পাহাড়ধসের আশঙ্কা থাকে বেশি। ইতোমধ্যে প্রাণহানিও হয়েছে। তাই বর্ষা মৌসুম আসার আগেই এখানে যারা বসবাস করছেন, প্রথমে তাদের সরে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এছাড়া শাস্তিমূলকভাবে ১৮টি বাসা-বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং একটি গভীর নলকূপ অপসারণ করা হয়েছে। এ বছর প্রথমবারের মতো সতর্ক করা হলো। তারা সরে না গেলে পরবর্তীকালে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ থেকে তাদের উচ্ছেদ করা হবে।’

অভিযানে পাহাড়ের পাদদেশে বসবাসরত বেশ কয়েকটি পরিবারের সদস্যদের ডেকে ঝুঁকিপূর্ণ বসবাস ছেড়ে অন্যত্র চলে যাওয়ার অনুরোধ জানান নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ সময় পিডিবির সদস্যদের অবৈধভাবে বসবাসকারী বেশ কয়েকটি বাসা-বাড়ির বিদ্যুৎ ও পানির সংযোগ বিছিন্ন করে দিতে দেখা যায়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান এবং মাহমুদ উল্লাহ মারুফসহ পুলিশ ও পিডিবির কর্মকর্তা-কর্মচারী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist