reporterঅনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি, ২০১৭

ড. দিলীপ কুমার পরমাণু শক্তি কমিশনের সদস্য

ড. দিলীপ কুমার সাহা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (ভৌতবিজ্ঞান) নিযুক্ত হয়েছেন। গত ১২ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীনে পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকার পরিচালকের দায়িত্ব পালন করেন। দিলীপ সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকস বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জনের পর ১৯৮৩ সালে পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকায় বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন।

১৯৮৮ সালে আমেরিকার আরগন ন্যাশনাল ল্যাবরেটরি ও ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ নেন। ১৯৮৯ সালে মনবুশো বৃত্তি নিয়ে জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ে যান এবং ১৯৯৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি জাপানে ঘঊউঙ পোস্ট-ডক্টরাল ফেলোশিপে ন্যানোটেকনোলজির ওপর গবেষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist