reporterঅনলাইন ডেস্ক
  ১৩ আগস্ট, ২০২২

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এনএসডিএ-এর নতুন নির্বাহী চেয়ারম্যানের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নতুন নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ। বাংলাদেশ সরকারের জনপ্রশাসনের সচিব পদমর্যাদার এই কর্মকর্তা বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগদান এবং আগস্ট শোকের মাস উপলক্ষে তিনি জাতির পিতার প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জ্ঞাপন করেন। নাসরীন আফরোজ গত ৪ আগস্ট জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close