নিজস্ব প্রতিবেদক

  ২৯ জানুয়ারি, ২০২২

মালিকদের কাছেই যাত্রীরা জিম্মি

রাজধানীতে যেসব যাত্রী সিএনজিতে চলাচল করেন, তারা চালকদের কাছে জিম্মি নন। বরং মালিকরাই তাদের জিম্মি করেন। ঢাকার এক কোটি যাত্রী গণপরিবহন মালিকদের কাছে জিম্মি হয়ে আছেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি করেন। বক্তারা বলেন, একতরফাভাবে বিআরটিএ কর্তৃপক্ষ সিএনজিচালিত অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা নির্ধারণ করেছে। তবে মালিকরা এর চেয়েও অধিক হারে জমা নেন। অনেক ক্ষেত্রে গাড়ির গ্যারেজ ভাড়াও দিতে হয় চালককে।

সিএনজি অটোরিকশা চালকরা বলেন, অটোরিকশা মলিকরা করোনাকালেও অন্যায়ভাবে মাসে দুবার জমা বৃদ্ধি করেছেন। আমরা প্রতিদিন দেড় হাজার টাকা ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করি। সেটাও আমরা আড়াই টাকা মিনিটে ভাড়া নিয়ে সিএনজি চালাই। আমাদের সব সময় একটা বিড়ম্বনার মধ্যে থাকতে হয়। এ ছাড়া নিয়োগপত্র না থাকায় বছরে তিন থেকে চারবার বেকার হই। চালকরা অভিযোগ করে বলেন, যাত্রীদের কাছে মিটারের চাইতে ২০ টাকা বাড়িয়ে দেওয়ার আবদার করলে তারা বাস্তব কারণে রাজি হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close