reporterঅনলাইন ডেস্ক
  ১৫ অক্টোবর, ২০২১

‘বিএসটিআই হবে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান’

রপ্তানি বাণিজ্যে বিএসটিআইয়ের গুরুত্ব তুলে ধরে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, বিএসটিআইকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলারও কোন বিকল্প নেই। প্রয়োজনে বিশেষ প্রকল্প গ্রহণ করে নতুন নতুন অত্যাধুনিক ল্যাবরেটরি স্থাপনের মাধ্যমে বিএটিআইকে পূর্ণাঙ্গরুপে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। গতকাল তেজগাঁওয়ে বিএসটিআই প্রধান কার্যালয়ে বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিস্ব বির্নিমাণে মান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএসটিআইয়ের মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি’র (এফসিসিআই) প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close