reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মার্চ, ২০২০

চট্টগ্রামে ছিটানো হলো জীবাণুনাশক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও কমিউনিটি পুলিশ, চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে করোনাভাইরাস জীবাণু সংক্রমণরোধে গতকাল মঙ্গলবার দুপুরে ওয়াটার ক্যানন দিয়ে দামপাড়া পুলিশ লাইনস গেট, পুনাক মোড়, ওয়াসার মোড় ও আশপাশের এলাকায় ব্লিচিং পাউডার (জীবাণুনাশক) মিশ্রিত পানি ছিটানো হয়। করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন থাকা ও হোম কোয়ারান্টাইনের নিয়ম মেনে চলার উদ্দেশ্য জনস্বার্থে সিএমপির উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হয় যা চলমান থাকবে বলে সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মো. মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম- সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য সচিব, কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রামসহ পুলিশের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের ১০৮টি ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় আন্তনগর ছাড়া সবধরনের ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close