reporterঅনলাইন ডেস্ক
  ২২ নভেম্বর, ২০১৯

এএসএ মিটিংয়ে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন রেজাউল করিম

মালয়েশিয়া ন্যাশনাল শিপার্স কাউন্সিলের উদ্যোগে ২৫ থেকে ২৬ নভেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য এশিয়ান শিপার্স অ্যালায়েন্স (এএসএ) মিটিংয়ে যোগদানের উদ্দেশে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের চেয়ারম্যান ও এএসএর ভাইস চেয়ারম্যান রেজাউল করিম কাল শনিবার ঢাকা ত্যাগ করবেন। মালয়েশিয়ার ইন্টান্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মন্ত্রী সভা উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। সভায় বাণিজ্য পরিস্থিতি এবং উৎপাদন সুবিধার জায়গাগুলোর পরিবর্তন; তিনটি শিপিং মেগাজোট ও হংকং সমুদ্রবন্দর জোটের মাধ্যমে বাজারে প্রেসার বৃদ্ধির প্রভাব নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ ছাড়াও হংকং, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কোরিয়া, ম্যাকাও, চায়না, শ্রীলঙ্কা ও মালয়েশিয়া শিপার্স কাউন্সিলের প্রতিনিধিরা সভায় যোগদান করবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close