নিজস্ব প্রতিবেদক

  ১৬ অক্টোবর, ২০১৯

বিজ্ঞানচর্চায় দেশকে গড়তে হবে : প্রযুক্তিমন্ত্রী

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বিজ্ঞানচর্চার মাধ্যমে সারাদেশকে একসঙ্গে গড়তে হবে। শুধু শহর নয়, গ্রামেও একে ছড়িয়ে দিতে হবে। গতকাল মঙ্গলবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী ও বিজ্ঞান শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিনটি মুভিবাস ও দু’টি অবজারভেটরি বাস জনসাধারণের প্রদর্শনের জন্য উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, জীবনকে সহজ করতে মূল কাজ করছে বিজ্ঞান। নতুন প্রজন্মকে গড়তে আমাদের সবাইকে বিজ্ঞান চর্চা করতে হবে এবং বিজ্ঞান নিয়ে সামনে এগোতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তিকে ধারণ করতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close