খুলনা প্রতিনিধি

  ১২ জুলাই, ২০১৯

জীবনের জন্যই বনরক্ষা দরকার

বৃক্ষ মেলায় কেসিসি মেয়র

বৃক্ষ অমূল্য সম্পদ। নির্মল পরিবেশ নিশ্চিতকরণ এবং ঝড়-জলোচ্ছ্বাস থেকে জানমাল রক্ষায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছ বাতাস থেকে ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং আমাদের বেঁচে থাকার জন্য অতি প্রয়োজনীয় অক্সিজেন নিঃসরণ করে। তাই আমাদের নিজেদের অস্তিত্বের প্রয়োজনে অগ্রাধিকারভিত্তিতে বনরক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে। গতকাল বৃহস্পতিবার খুলনায় শুরু হয়েছে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও ১৫ দিনব্যাপী সার্কিট হাউস মাঠে বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় সুন্দরবন পশ্চিম বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজনে এবং খুলনা নার্সারি মালিক সমিতির প্রচারণায় এ মেলা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন।

এর আগে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close