reporterঅনলাইন ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি, ২০১৯

চবি ও এসআরডিআইয়ের মতবিনিময় সভা

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) পরিচালক বিধান কুমার ভান্ডার গত শুক্রবার চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের (চবি) উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি ও এসআরডিআইয়ের মধ্যে যৌথ গবেষণা ও শিক্ষা কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় চবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো. শফীকুল ইসলাম, ওই বিভাগের ড. মো. আবুল কাসেম, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এম নুর আহমদ, প্রধান প্রকৌশলী মো. আবু সাঈদ হোসেন, ডেপুটি রেজিস্ট্রার মো. শামসুল আলম, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ঢাকার চিফ সায়েন্টিফিক অফিসার মোহাম্মদ কামরুজ্জামান ও চিফ সায়েন্টিফিক অফিসার মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

চবি মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীদের জ্ঞান-গবেষণার পরিধি আরও বেশি অবারিত হবে। অতিথিরা চবির শিক্ষা-গবেষণার উন্নত পরিবেশ সম্পর্কে জেনে অত্যন্ত আগ্রহ প্রকাশ করেন। অতিথিরা চবি মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা-গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে এসআরডিআইয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close