রংপুর ব্যুরো

  ১৯ জানুয়ারি, ২০১৯

রিকশাচালক স্কুলছাত্রের পাশে বিভাগীয় প্রশাসন

রংপুর মহানগরীর বাবুপাড়া এলাকার বাসিন্দা কবির (১৫)। সে দিনে স্কুলে গিয়ে লেখাপড়া করে। রাতে চালায় রিকশা। প্রতিদিনের সংবাদে এ খবর প্রকাশ হওয়ায় বিষয়টি জানতে পারে বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীর সহধর্মিণী আফসানা বারী। বিভাগীয় কমিশনারের একান্ত সচিব খায়রুল ইসলামকে দিয়ে তিনি খোঁজখবর নেন। গত বৃহস্পতিবার রাত ৯টায় রংপুর বিভাগীয় প্রশাসন পরিবারের পক্ষ থেকে স্কুলছাত্র ও রিকশাচালক কবিরের হাতে নগদ ৩০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা বেগম, অতিরিক্ত বিভাগীয় কমিশনারের (রাজস্ব) সহধর্র্মিণী তহুরা আক্তার, রংপুর জেলা প্রশাসকের সহধর্র্মিণী সাহাপার রশীদ, নীলফামারী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার সহধর্র্মিণী জন্নাতুল ফেরদৌস, আরপিডি রংপুরের সহধর্র্মিণী কোহিনুর হোমায়রা, জেডএসও’র সহধর্র্মিণী ফারহানা সুলতানা, সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তার সহধর্র্মিণী লায়লা আফরোজ, পঞ্চগর জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরীন ও নাসরিন নাহার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close