নিজস্ব প্রতিবেদক

  ১৪ জানুয়ারি, ২০১৯

রাজউক সম্পর্কে ধারণা ইতিবাচক করতে হবে

গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সম্পর্কে সাধারণ মানুষের ধারণা বেশি একটা সুখকর নয়। সে ধারণা পরিবর্তন করতে হবে, কাজ ও সেবার মান বাড়িয়ে এ ধারণা ইতবাচক করতে হবে। এর জন্য কাজের অগ্রগতি, স্বচ্ছতা ও জবাবদিহি দরকার। এ ছাড়া যথাসময়ে ফাইল ছেড়ে দেওয়া, অযথা কাউকে হয়রানি না করা এবং নিজেকে দুর্নীতিমুক্ত রাখলে রাজউক সম্পর্কে সাধারণ মানুষের ধারণা পরিবর্তন হবে। গতকাল রোববার রাজউক আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, ‘আমি বিশ্বাস করি রাজউকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অবৈধভাবে টাকা আয় করেন না। কিন্তু তারপরও ধানের সঙ্গে চিঠা থাকে। রাজউকে সে চিঠাও থাকতে পারবে না। যার বিরুদ্ধে কাজের অবহেলা ও দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে, তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, রাজউকের অধিকাংশ কর্মকর্তারাই সৎ। কিন্তু কিছু কর্মকর্তার কারণে প্রতিষ্ঠানটির নামে মানুষের কাছে খারাপ ধারণা রয়েছে। তাদের বিরুদ্ধে ফাইল আটকে রাখা কিংবা প্লট-সংক্রান্ত নানা দুর্নীতির অভিযোগ রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close