নিজস্ব প্রতিবেদক

  ০৮ জানুয়ারি, ২০১৯

শপথ নিয়েই বোনকে জড়িয়ে ধরলেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই ছোট বোন শেখ রেহানাকে জড়িয়ে ধরে চুমু খেলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শপথ মঞ্চ থেকে নেমে এলে শেখ রেহানা বড় বোনকে ফুলেল শুভেচ্ছা জানান। দুজনে আলিঙ্গন করেন। এ সময় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের স্ত্রী রাশিদা খানমও ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাকে। এরপর প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়ামের প্রবীণ সদস্য সাজেদা চৌধুরী। গতকাল সোমবার চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর শপথ নেন শেখ হাসিনা। পরে মঞ্চ থেকে নেমে আসেন। মঞ্চের প্রথম সারিতেই বসা ছিলেন পঁচাত্তরের ঘাতকদের হাত থেকে বেঁচে যাওয়া পরিবারের একমাত্র সদস্য, ছোট বোন ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। প্রধানমন্ত্রী তার দিকে এগিয়ে যান। প্রধানমন্ত্রী আসার আগেই শেখ রেহানা নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান। শেখ হাসিনা কাছে এলে শেখ রেহানা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এরপর প্রধানমন্ত্রী ছোট বোনকে বুকে জড়িয়ে নেন। কপালে চুমু দেন। শেখ রেহানাও বড় বোনকে জড়িয়ে ধরে রাখেন। এ সময় পুরো হলে পিনপতন নীরবতা নেমে আসে। সবাই দাঁড়িয়ে যান। পরে প্রধানমন্ত্রী নিজের আসনে গিয়ে বসেন এবং মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠান দেখেন। এর আগে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ শেখ হাসিনাকে শপথবাক্য পাঠ করান। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। তিনি বলেন, ‘সংবিধানের ৫৬(৩) ধারা অনুযায়ী একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এরপরই প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পদের এবং গোপনীয়তার শপথ নেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close