বিশেষ প্রতিনিধি, রাজশাহী

  ১৯ নভেম্বর, ২০১৮

যানজট নিরসনে নগরীর রাস্তা ওয়ানওয়ে করা হবে : লিটন

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, আমি দায়িত্ব নেওয়ার পরই নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো নিয়ে মেট্রোপলিটন পুলিশের সঙ্গে বসে আলোচনা করেছি। রাস্তার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। যেসব রাস্তাগুলোতে বেশি যানজট হয়, সেই রাস্তাগুলো ওয়ানওয়ে করা হবে। এর মধ্যে অন্যতম লক্ষ্মীপুর থেকে ঝাউতলা মোড় হয়ে মিশন হাসপাতাল পর্যন্ত, সাহেব বাজারের ভুবনমোহন পার্ক ও গণকপাড়া রাস্তা ওয়ানওয়ের তালিকায় নিয়ে এসেছি। গতকাল নগরীর লক্ষ্মীপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, ২০০৮ সালে আমি মেয়র হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলাম। পরবর্তী নির্বাচনে ফল বিপর্যয়ের কারণে যদি উন্নয়নের ধারাটি বন্ধ না হয়ে যেত তাহলে ২ বছর আগেই পপুলারের এই নতুন ভবনে সেবা মানুষ পেত, রাজশাহী আরো অনেক এগিয়ে যেত। রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার ফরিদ মো. শামীমের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পপুলার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ডা. মোস্তাফিজুর রহমান, ওয়ান ফার্মা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close