চট্টগ্রাম ব্যুরো

  ১২ নভেম্বর, ২০১৮

অবশেষে মুক্তি পেলেন নিরপরাধ অমর

২২ বছরের সাজার মামলায় কারাগারে যাওয়া নিরপরাধ অমর দাশ পুলিশের সহযোগিতায় অবশেষে মুক্তি পেয়েছেন। গতকাল রোববার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গিয়ে অমরকে ফুল দিয়ে বরণ করেন সদরঘাট থানার ওসি নেজামউদ্দীনসহ পুলিশ সদস্যরা।

এর আগে ২০০৪ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম নগরীর বারিক বিল্ডিং এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের পর অমর দাশসহ পাঁচজন গ্রেফতার হয়েছিলেন। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলা হয়। ওই মামলায় গত বছরের ১৬ অক্টোবর সেই পাঁচ আসামিকে ২২ বছরের কারাদ- দেয় আদালত। তবে ২০০৭ সালে জামিন নিয়ে পালিয়েছিলেন অমর দাশ। পরোয়ানা অনুযায়ী গত ৫ জুলাই অমর দাশকে গ্রেফতারের পর পুলিশ জানতে পারে তিনি আসল আসামি নন। তার চাচাত ভাই স্বপন দাশ হলেন আসল অপরাধী। গ্রেফতারের পর স্বপন তার নাম গোপন করে চাচাত ভাইয়ের নাম বলেছিলেন। এরপর পুনরায় গ্রেফতার হয়ে গত ১৪ আগস্ট স্বপন পরিচয় গোপন করার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। নাম পরিচয় গোপন রেখে প্রতারণার অভিযোগে স্বপন দাশের বিরুদ্ধে ডবলমুরিং থানায় নতুন একটি মামলাও করে পুলিশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close