খুলনা ব্যুরো

  ২৫ জুন, ২০১৮

খুলনায় হজ যাত্রীদের ৪ দিনের প্রশিক্ষণ শুরু

খুলনা জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি হজ যাত্রীদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল রোববার শুরু হয়েছে। এদিন সকালে খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়, খুলনা জেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। চার দিনের প্রশিক্ষণে এক হাজার ৪৫০ জন হজ যাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় পরিচালক শাহীন বিন জামান কর্মশালায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন, খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোসা. রওশন আকতার, খুলনা হাজী কল্যাণ সোসাইটির সভাপতি মো. সাইদুর রহমান এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) প্রতিনিধি মাওলানা মো. ফররুখ হোসাইন। স্বাগত বক্তব্য দেন খুলনা ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষক মাওলানা মো. রফিকুল ইসলাম। মুখ্য সমন্বয়ক ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. ইমরান খান।

কর্মশালায় বক্তারা বলেন, ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ গুরুত্বপূর্ণ। অর্থিকভাবে সাবলম্বী ব্যক্তিকে হজ করা অবশ্য পালনীয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist