reporterঅনলাইন ডেস্ক
  ০৪ এপ্রিল, ২০১৮

বিশ্ব অটিজম দিবস

শিশু একাডেমিতে আলোচনা সভা

গতকাল বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে বিশ্ব অটিজম দিবস উপলক্ষে একাডেমির মিলনায়তনে আলোচনা সভা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ভালোবাসা। এ ভালোবাসায় অটিস্টিক শিশুর কাছ থেকে বাবা-মা বেশি পান। তাদের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিতে হবে, তারাও সম্পদ। তাদের সুযোগ দিতে হবে। পৃথিবীকে সুন্দর করতে তারাও ভূমিকা রাখতে পারে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি। সচিব বলেন, আমরা যদি তাদের প্রতি যতœশীল হই তবে তারাও পারদর্শী হতে পারে। তাদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। তাদের আমরা যেন ঘরের ভেতর লুকিয়ে না রাখি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। তিনি বলেন, যতেœর সঙ্গে লালন-পালন করলে অটিজম খুলে যাবে। সমাজ পরিবর্তনের জন্য শিশুদের পরিচর্যা করা খুবই দরকার। এই শিশুদের ভালোবাসা দিতে হবে যাতে তারাও বড় হওয়ার সুযোগ পায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist