চট্টগ্রাম ব্যুরো

  ১৩ জানুয়ারি, ২০১৮

ফিরে গেছে ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ

পাঁচদিনের শুভেচ্ছা সফর শেষে চট্টগ্রাম ছেড়ে গেছে ভারতীয় কোস্ট গার্ডের দুইটি জাহাজ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় ‘আইসিজিএস সৌনক’ ও ‘রাজশ্রী’ নামের জাহাজ দুইটি চট্টগ্রাম বন্দরের জেটি ছেড়ে যায়। জাহাজ দুইটিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম ওয়াসিম মকসুদ বিদায় জানান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজি বেইস চট্টগ্রামের অধিনায়ক কমান্ডার এসএম মঈনউদ্দিন ও ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ভট্টাচার্য প্রমুখ। কোস্ট গার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুভেচ্ছা সফরকালীন সময়ে দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে পানি দূষণের কারণ ও এর প্রতিকার সম্পর্কে প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। জাহাজের অন্যান্য কর্মকর্তা ও নাবিকবৃন্দ চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান, আগ্রাবাদের নৃতাত্তিক যাদুঘর ও দ্বিতীয় বিশ্ব যুদ্বকালীন সমাধিক্ষেত্র পরিদর্শন করেন। সফরকালীন সময়ে ভারতীয় কোস্ট গার্ড জাহাজের সম্মানে চট্টগ্রাম নৌ অঞ্চলের বা নৌ জা ঈসাখানে অবস্থিত কমান্ড মেসে এক সাংস্কৃতিক সন্ধ্যা ও কোস্ট গার্ড বেইস চট্টগ্রামে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist