নিজস্ব প্রতিবেদক

  ৩০ মার্চ, ২০২৪

মণিপুরী গল্পগ্রন্থের প্রকাশনা উৎসব

বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের (বামসাস) আয়োজনে থোকচোমওংবী কৈনাহান দেবীর গল্পগ্রন্থ ‘হুকখিদ্রবা কুন্দো পরেং’-এর প্রকাশনা উৎসব গতকাল শুক্রবার সকাল ১১টায় সিলেট লালাদিঘিরপাড়ে বামসাস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বামসাস সভাপতি কবি এ কে শেরামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নামব্রম শংকরের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি শেরাম নিরঞ্জন এবং আলোচক ছিলেন কবি খোইরোম ইন্দ্রজিৎ, কবি সনাতন হামোম, কবি ও বামসাস ছোটধামাই শাখার সভাপতি অহৈবম রনজিৎ এবং মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক এল ইবুংহাল সিংহ শ্যামল।

এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন প্রশান্ত কুমার সিংহ, কবি রওশন আরা বাঁশি খূৎহৈবম, অওয়াংতাবম সমরেন্দ্র, কবি অয়েকপম অঞ্জু, কুঞ্জেশ্বর সিংহ, শিল্পী কন্থৌজম, হামোম প্রবিত, থোকচোম অনন্ত, রাধাবতী দেবী, অনন্যা সিনহা প্রমুখ। লেখক প্রতিক্রিয়া ব্যক্ত করেন থোকচোমওংবী কৈনাহান দেবী। এর আগে অনুষ্ঠানের শুরুতে অতিথিরা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close