শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

  ২৫ জানুয়ারি, ২০২৩

প্রধানমন্ত্রীর শীত উপহার বিতরণ করলেন শ্রীমঙ্গলের ইউএনও

শ্রীমঙ্গলের সীমান্তবর্তী প্রত্যন্ত পাহাড়ি এলাকার মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীত উপহার কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে উপজেলার রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা বাগান ও লাল টিলা বস্তি চা বাগানের চা শ্রমিক পরিবারের ১১৫ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, উদনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব ব্যানার্জী, লালটিলা বস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুল্কা হৈমন্তী প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, শ্রীমঙ্গল দেশের একটি শীত প্রবণ এলাকা। প্রধানমন্ত্রী এখানকার নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, চা শ্রমিক ও বিভিন্ন পর্যায়ের দুস্থ মানুষের শীত লাঘবের লক্ষ্যে যেসব শীত উপহার (কম্বল) পাঠিয়েছে, আমি চেষ্টা করেছি প্রকৃতপক্ষে যারা শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছে তাদের মধ্যে বিতরণ করার। তিনি বলেন, এ বছর শ্রীমঙ্গল উপজেলায় সরকারিভাবে প্রায় সাড়ে ৫ হাজার এবং আমাদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন সংস্থা কর্তৃক তিন হাজারের অধিক কম্বল বিতরণ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close