ক্রীড়া ডেস্ক

  ১৯ জুন, ২০১৭

হকিতে ভারতের সান্ত¡নার জয়

একদিকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল। অন্যদিকে বিশ্ব হকি লিগের সেমিফাইনাল রাউন্ড। কাল ক্রিকেট হকি দুই অঙ্গনেই মুখোমুখি করে দিয়েছিল ভারত-পাকিস্তানকে। দুই চিরশত্রুর দ্বৈরথ দুটো উত্তেজনার রেণু ছড়াবে এমনটাই প্রত্যাশা ছিল। কিন্তু কীসের কী দুটো ম্যাচই হলো একতরফা। ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা হিতে নিয়েছে পাকিস্তান। এই দুঃস্মৃতির ক্ষতে কিছুটা হলেও ভারতীয়রা শান্ত¦না পেল হকিতে। কাল পাকবাহিনীকে ৭-১ গোলে উড়িয়ে ফাইনালে উঠে গেছে ভারত।

ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যেই পেনাল্টি কর্নার পেয়ে গিয়েছিল ভারত। কিন্তু তা থেকে গোল করতে পারেনি ভারত। ৯ মিনিটে রেফারেল নিয়ে পেনাল্টি কর্নার পেয়ে যায় পাকিস্তানও। কিন্তু তাও কাজে লাগাতে পারেনি সর্দারদের প্রতিপক্ষ। দুই দলই প্রথম পেনাল্টি কর্নার নষ্ট করে। প্রথমটা নষ্টের পর অবশ্য দ্বিতীয় সুযোগ কাজে লাগাতে ভুল করেননি ভারতের ড্র্যাগ ফ্লিকাররা। ১২ মিনিটে পেনাল্টি কর্নার পেয়ে গিয়েছিল ভারত। পরদীপ মোর এই পেনাল্টি কর্নার আদায় করে নিলে তা গোলে রুপান্তরিত করেন

হরমনপ্রীত সিংহ।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পর পর দু’দলই আবার পেনাল্টি কর্নার পেয়ে গেলে প্রথম অর্ধের মতো কাজে লাগাতে পারেনি কেউই।২১ মিনিটে সর্দার সিংহর পাস থেকে তলবিন্দরের শট চলে যায় গোলে। ২-০ গোলে এগিয়ে যায় ভারত। এর পরই গ্রীন কার্ড দেখে মাঠ ছাড়েন মনদীপ সিংহ। এর পর ৩২ মিনিটে পেনাল্টি কর্নার আদায়নেন চিংলেনসেনা সিংহ। সেখান থেকে গোল করে যান হরমনপ্রীত। তৃতীয় কোয়ার্টারে পর পর গোল করে যান আকাশদীপ সিংহ ও পরদীপ মোর। ভারতের শেষ গোলটি আসে আকাশদীপের স্টিক থেকে সেই পেনাল্টি কর্নারেই। তার আগে কোনও রকমে এক গোল শোধ করতে পেরেছিল পাকিস্তান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist