খেলা প্রতিবেদক

  ২৫ মে, ২০১৭

মোহামেডান-দোলেশ্বরের জয়

ফের হাসল লিটনের ব্যাট

মাঝখানে এক ম্যাচে রান পাননি। গতকাল ব্যাট হাতে আবার জ্বলে উঠলেন লিটন দাস। তবে লিটন একাই নন; দারুণ দুটি ইনিংস খেললেন ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিঠুন। এই তিনজনের দারুণ পারফরম্যান্সে রানের পাহাড় গড়ে প্রাইম ব্যাংককে হারাল আবাহনী। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৬০ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড। এবারের লিগে দুটি সেঞ্চুরি করা লিটন এবার করেছেন ঝড়ো ৮৫। দুই দফা বৃষ্টির বাধায় আবাহনীর ইনিংস শেষ হয় ৪৭ ওভারে ৩২১ রান তোলে তারা। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে প্রাইম ব্যাংকের লক্ষ্য দাঁড়ায় ৪৭ ওভারে ৩৩৪। জবাবে প্রাইম ব্যাংক গুটিয়ে যায় ২৭৩ রানে।

আগের ম্যাচে শূন্য রানে আউট হওয়া লিটন এদিন শুরু থেকেই ছিলেন অপ্রতিরোধ্য। সাদমান ইসলামের সঙ্গে উদ্বোধনী জুটি থেমেছে ৩৮ রানে। তবে দ্বিতীয় উইকেটে সাইফ হাসানের সঙ্গে লিটন গড়েছেন ১০০ রানের জুটি। যদিও লিগে লিটনের তৃতীয় সেঞ্চুরিটি অবশ্য পাওয়া হয়নি লিটনের। ৮ চার ও ৪ ছক্কায় ৮৫ করেছেন ৭৩ বলে।

বর্তমানে লিটনই লিগের সর্বোচ্চ স্কোরার। লিগে এই নিয়ে লিটনের রান হলো ৬৬৩। দারুণ ভিত পাওয়া আবাহনীকে বড় স্কোরে নিয়ে যায় নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিঠুনের জুটি। চতুর্থ উইকেটে ৮৬ বলে ১০৭ রান তোলেন দুজন। ৫৭ বলে ৬৫ করে ফেরেন শান্ত, ৫২ বলে ৬০ মিঠুন। শেষ ২ ওভারে আবাহনী তোলে ৩৩ রান। জবাবে প্রাইম ব্যাংকের শুরুটা ছিল দারুণ। রান তাড়ার শুরুটায় ছিল চ্যালেঞ্জ জানানোর ইঙ্গিত। দুই ওপেনার মিলে জয়ের সম্ভাবনাও জাগান। ওপেনিংয়ে তরুণ কিপার-ব্যাটসম্যান জাকির হোসেন করেন ৩৮ বলে ৫৫। অধিনায়ক মেহেদি মারুফের ব্যাট থেকে আসে ২৪ বলে ২৮। তিনে প্রমোশন পেয়ে নাহিদুল ইসলাম খেলেন ২৯ বলে ৪৩ রানের ইনিংস। কিন্তু রানের রানের ধারা ধরে রাখতে পারেননি পরের ব্যাটসম্যানরা।

আরেক ম্যাচে ইমতিয়াজ হোসেনের ব্যাটে দারুণ জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। সুপার সিক্সের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৪০ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। ১০৯ বলে ১২৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ইমতিয়াজ। বুধবার বিকেএসপিতে ৪৬ ওভারে প্রাইম দোলেশ্বর তোলে ৭ উইকেটে ২৭৪ রান। দোলেশ্বরের ইনিংসে ৪৩ ওভার শেষে আসা বষ্টিতে ম্যাচ নেমে আসে ৪৬ ওভারে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে শেখ জামালের লক্ষ্য দাঁড়ায় ২৯১। গুটিয়ে যায় তারা ২৫১ রানে।

অন্য ম্যাচে ফতুল্লায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭ রানে হারিয়ে দিয়েছে মোহামেডান। এ নিয়ে টানা তিন ম্যাচ হেরেছে গাজী গ্রুপ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩২৪ রান করে মোহামেডান। জবাবে ৮ উইকেট ৩১৭ রানে থামে গাজী।

সুপার লিগ শুরুর দিনই তাই দারুণ জমে গেল ঢাকা লিগ। আবাহনী, দোলেশ্বর এবং গাজী গ্রুপ তিন দলেরই পয়েন্ট সমান ১৮। দুই পয়েন্ট দূরত্বে আছে প্রাইম ব্যাংক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist