খেলা ডেস্ক

  ২৪ মে, ২০১৭

ঠিকানা বদলাচ্ছেন এমবাপে-গ্রিজম্যান!

মৌসুমের সবচেয়ে অন্যতম সেরা আবিস্কারের নাম নিঃসন্দেহে কিলিয়ান এমবাপে। মোনাকোকে শিরোপা জেতানোর পথে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন মোনাকোর এ ফরোয়ার্ড। এর মাঝেই গণমাধ্যমের খবর এসেছে, কিলিয়ান এমবাপেকে কিনতে জোর চেষ্টা চালাচ্ছে ডাবল জেতার পথে থাকা স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে মোনাকোর এ ফরোয়ার্ড জানিয়েছেন, তিনি নিয়মিত ফুটবল খেলে যেতে চান। ইচ্ছার বিরুদ্ধে অন্য কোনো ক্লাবে যেতে চান না।

২০০০ সালের পর এবার প্রথম ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতেছে মোনাকো। তাদের এ সাফল্যে বড় অবদান রাখেন এমবাপে। সব প্রতিযোগিতা মিলিয়ে এবার ২৬ গোল করা এ ফরোয়ার্ড জিতেছেন লিগ ওয়ানের ২০১৬-১৭ মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।

আসছে দলবদলের বাজারে অন্যতম আকর্ষণ হতে যাচ্ছেন এমবাপে। তার দল পরিবর্তনের সম্ভাবনা নিয়ে গণ্যমাধ্যমে গুঞ্জনও আছে ঢের।

দ্য টেলিগ্রাফের খবর অনুযায়ী মোনাকো রিয়াল মাদ্রিদের রেকর্ড ১২ কোটি ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটিও এমবাপেকে দলে টানতে আগ্রহী।

বিন স্পোর্টসকে এমবাপে বলেন, ‘আমি আমার ক্যারিয়ারের ওপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত নেব। আমার ক্যারিয়ার সবকিছুর আগে আর আমি এমন এক বয়সে আছি যে বয়সে আমার খেলা প্রয়োজন এবং এটাই গুরুত্বপূর্ণ বিষয়।’

‘আমার বয়স ৩৫ বা ৩৬ নয় যে আমাকে আমার শরীর ঠিক রাখতে হবে। আমাকে এখন সবকিছু শিখতে হবে। এই বছর আমার নিজেকে মেলে ধরার সময় ছিল। আমিই আমার সিদ্ধান্ত নেওয়ার মালিক এবং আমি এমন কোথাও যাব না যেখানে যেতে আমাকে জোর করা হবে।’ অন্যদিকে আঁতোয়ান গ্রিজম্যানের দলবদলের সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে অনেক দিন ধরে। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি ফরাসি এই ফরোয়ার্ড নিজেও। তবে জানিয়েছেন, অ্যালেটিকো মাদ্রিদে থেকে যাওয়ার সম্ভাবনা আরো বেশি। গণমাধ্যমের খবর অনুযায়ী ২৬ বছর বয়সী এ ফরোয়ার্ডকে দলে টানতে নয় কোটি ৮০ লাখ ইউরোর প্রস্তাব দিতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ইউনাইটেড। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, চেলসি ও বার্সেলোনাও তাকে কিনতে আগ্রহী বলে গুঞ্জন আছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist