ক্রীড়া ডেস্ক

  ২০ অক্টোবর, ২০২৪

হারের মুখে ভারত

কিউইদের সামনে মামুলি লক্ষ্য

প্রথম ইনিংসে ভরাডুবি হয়েছে ভারতের। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে রোহিত শর্মার দল। ইনিংস হারের শঙ্কায় থাকা ভারতীয়রা নিউজিল্যান্ডকে ছুড়ে দিয়েছে লক্ষ্যমাত্রা। সেটি অবশ্য বড় নয়। ব্যাঙ্গালুরু টেস্টে কিউইদের লক্ষ্য স্রেফ ১০৭ রান। আজ শনিবার বিকেলে সহজ রান তাড়ায় ব্যাটিংয়ে নেমেছে সফরকারীরা। যদিও কোনো রান যোগ করতে পারেনি তারা।

ভারতের প্রথম ইনিংস থেমেছিল ৪৬ রানে। জবাবে নিউজিল্যান্ড তোলে ৪০২ রান। কিউইদের লিড দাঁড়ায় ৩৫৬ রানের। দ্বিতীয় ইনিংসেই মূলত ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে ভারত। আজ সকালে তিন উইকেটে ২৩১ রানে দ্বিতীয় ইনিংস ও চতুর্থ দিনের খেলা শুরু করেন রোহিত-কোহলিরা। এই ইনিংসে ভালোই করেছেন তারা। কিন্তু আচানক ঝড়ে ফের ধস নামে।

চতুর্থ উইকেট জুটিতে ১৭৭ রান যোগ করেন সরফরাজ খান ও ঋষভ প্যান্ট। এই জুটি গড়ার পথে সরফরাজ তুলে নেন সরফরাজ। কিন্তু ঋষভ শতকের খুব কাছে গিয়ে হোঁট খেয়েছেন। তবে জুটি ভাঙে সরফরাজের বিদায়ে। ১৯৫ বলে ১৫০ রানে আউট হন তিনি। ইনিংস সাজান ১৮টি চার ও তিন ছক্কায়। সরফরাজের বিদায়ই কাল হয়ে দাঁড়ায় ভারতের জন্য।

৫৪ রানের ব্যবধানে সাত উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ৪৩৩ রানে দলের পঞ্চম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন ঋষভ। প্রায় ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছেন তিনি। ১০৫ বলে ৯৯ রান করেন এই মিডল অর্ডার ব্যাটার। নয়টি চার ও পাঁচটি ছক্কা মেরেছিলেন ইনিংসে। এ ছাড়া লোকেশ রাহুল ১২ ও রবিচন্দ্রন অশ্বিন ১৫ রান করেন।

দ্বিতীয় ইনিংসে ভারতের তিনটি করে উইকেট নেন ম্যাট হেনরি ও উইলিয়াম ওরুরকে। ভারতীয়দের প্রথম ইনিংসেও ধস নামিয়েছিলেন এই দুজন। এজাজ প্যাটেল নেন দুই উইকেট। ভারতকে দ্রুত অলআউট করে আজই দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড। চার বল খেলেও অবশ্য কোনো রান করতে পারেনি তারা। আজ শেষ দিনে ফের ব্যাটিংয়ে নামবেন অধিনায়ক টম লাথাম ও ডেভন কনওয়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close