ক্রীড়া ডেস্ক
ফেভারিটদের রাতে আশা বাঁচিয়ে রাখল রিয়াল
উয়েফা চ্যাম্পিয়নস লিগে পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার পর ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ। পরশু রাতে আটালান্টার মাঠে গিয়ে ৩-২ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। স্বস্তির এই জয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ছয় ম্যাচে ৯ পয়েন্ট তাদের।
রিয়াল মাদ্রিদের জয়ের রাতে সঙ্গী হয়েছে ফেভারিট লিভারপুল, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও বায়ার্ন মিউনিখ। তবে বায়ার লেভারকুজেনের মাঠ থেকে ১-০ গোলের হার নিয়ে ঘরে ফিরেছে সাবেক চ্যাম্পিয়ন ইন্টার মিলান। তবে এই হারে তেমন ক্ষতি হয়নি ইতালিয়ান ক্লাবটির। শেষ ষোলোর পথেই আছে তারা।
১০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের ইনজুরি টাইমে আটালান্টা সমতায় ফেরে কেটেলায়েরের পেনাল্টি গোলের সুবাদে। ৫৬ মিনিটে আবারও লিড নেয় রিয়াল। এবার গোল করেন ভিনিচিয়াস জুনিয়র। তার গোল উদযাপন নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড়।
দুই মিনিট পরই স্কোরলাইন ৩-১ করেন জুডে বেলিংহাম। ৬৫ মিনিটে রিয়ালকে একটি গোল ফিরিয়ে দেন আটালান্টা ফরওয়ার্ড লুকমান। ম্যাচের বাকি সময় কেটেছে গোলখরায়। রিয়ালের মতো ন্যূনতম ব্যবধানে জিতেছে শীর্ষে থাকা লিভারপুলও। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অল রেডদের জেতান মোহাম্মদ সালাহ।
শাখতারের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল হজম করে বায়ার্ন মিউনিখ। এক গোলের জবাবে পাঁচটি দিয়েছে জার্মান ক্লাবটি। জোড়া গোল করেন অলিস। এ ছাড়া জালের ঠিকানা খুঁজে নেন লাইমার, টমাস মুলার ও জামাল মুসিয়ালা। ওদিকে সালজবুর্গের বিপক্ষে পিএসজির গোল ৩টি করেন রামোস, মেন্ডিস ও ডুও।
"