ক্রীড়া ডেস্ক
ফিফপ্রোর বর্ষসেরা দলে নেই মেসি
প্রায় দেড় যুগের মধ্যে প্রথমবার ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা হয়নি ইন্টার মিয়ামির আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির। গত শুক্রবার রাতে নিজেদের ওয়েবসাইটে এ বছরের দল ঘোষণা করেছে পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন (ফিফপ্রো)। ঘোষিত একাদশে একচ্ছত্র আধিপত্য স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। একাদশে জায়গা পেয়েছেন দলটির ৬ ফুটবলার। তাদের মধ্যে ৫ জনই গত মৌসুমে জিতেছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ট্রফি। একাদশে দ্বিতীয় সর্বোচ্চ ৪ জন খেলোয়াড় ম্যানচেস্টার সিটির।
রিয়াল-সিটির বাইরে একমাত্র খেলোয়াড় হিসেবে একাদশে আছেন লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। এসময়ের আলোচিত ৩ ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, ভিনিচিয়াস জুনিয়র ও আর্লিং হাল্যান্ড জায়গা পেয়েছেন একাদশে। তাদের কারণে ছিটকে যান মেসি। ২০০৭ সালে প্রথমবার ফিফপ্রোর একাদশে ঠাঁই মেলে আর্জেন্টাইন সুপারস্টারের। এরপর রেকর্ড টানা ১৭ বার ছিলেন সংগঠনটির বর্ষসেরার দলে। প্রতি বছর বিশ্বজুড়ে ৭০ দেশের ২১ হাজারেরও বেশি ফুটবলারের ভোটে নির্বাচন করা হয় এ একাদশ। সবচেয়ে বেশি ১১১৭৬ জনের ভোট পেয়েছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুডে বেলিংহাম। ইংলিশ মিডফিল্ডার অবশ্য গত বছরও এ একাদশে জায়গা করে নিয়েছিলেন। তবে এবারই প্রথম একাদশে ঢুকে পড়লেন ড্যানি কারভাহাল, অ্যান্তনিও রুদিগার, এডারসন ও রদ্রি। সিটি মিডফিল্ডার রদ্রি এ বছর ব্যালন ডি’অর জিতেছেন। এ নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। হাস্যরস জন্ম দিয়েছে ফ্রান্স ফুটবল সাময়িকীর প্রহসনের ব্যালন ডি’অর।
ফিফপ্রো বর্ষসেরা একাদশ
গোলরক্ষক : এডারসন (ব্রাজিল)
ডিফেন্ডার : ড্যানি কারভাহাল (স্পেন), ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস), অ্যান্তনিও রুদিগার (জার্মানি)।
মিডফিল্ডার : জুডে বেলিংহাম (ইংল্যান্ড), কেভিন ডি ব্রুইনে (বেলজিয়াম), টনি ক্রুস (জার্মানি), রদ্রি (স্পেন)।
ফরওয়ার্ড : আর্লিং হাল্যান্ড (নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স), ভিনিচিয়াস জুনিয়র (ব্রাজিল)।
"