ক্রীড়া প্রতিবেদক

  ১২ ডিসেম্বর, ২০২৪

‘৩০০-এর বেশি রান প্রয়োজন ছিল’

প্রথম ম্যাচে ২৯৪ রানের পুঁজি নিয়েও লড়াই খুব একটা জমাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ সেই একই উইকেটে। রান তাই আরেকটু বেশিই প্রয়োজন ছিল। কিন্তু হলো উল্টো। আগের ম্যাচের ধারেকাছেও এবার যেতে পারল না বাংলাদেশ। ম্যাচতো কার্যত ওখানেই শেষ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও দায় দিলেন ব্যাটিং ব্যর্থতাকেই।

সেন্ট কিটসে সিরিজের প্রথম ম্যাচে ২৯৫ রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটের জয় পায় ১৪ বল বাকি রেখে। দ্বিতীয় ম্যাচে গত মঙ্গলবার আবার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক শেই হোপ। জেডেন সিলসের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ শুরুতে উইকেট হারায় টপাটপ। পরে টুকটাক প্রতিরোধ হলেও কোনোটি জমে ওঠেনি সেভাবে। ১১৫ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে অষ্টম উইকেটে বাংলাদেশের রেকর্ড ৯৪ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ ও তানজিম হাসান। বিপর্যয় কাটিয়ে ২২৭ রান পর্যন্ত যেতে পারে দল।

তবে ব্যাটিংবান্ধব উইকেটে এ রান নিয়ে তেমন লড়াই করতে পারেনি বাংলাদেশ। উদ্বোধনী জুটিতেই ১শ’ ছাড়ান ব্র্যান্ডন কিং ও এভিন লুইস। ৪ ছক্কায় ৪৯ রান করে লুইস আউট হন, কিং করেন ৭৬ বলে ৮২। তিনে নামা কেসি কার্টির ব্যাট থেকে আসে ৪৫।

৭৯ বল বাকি রেখেই ক্যারিবিয়ানরা জিতে যায় ৭ উইকেটে। ১০ বছর পর তারা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারল। ম্যাচের পর অধিনায়ক মিরাজ বললেন, ৩শ’র বেশি রান প্রয়োজন ছিল এই উইকেটে।

মাঝের ওভারগুলোয় আমরা অবশ্যই ভালো ব্যাট করতে পারিনি। তেমন কোনো জুটি পাইনি আমরা, পিঠেপিঠি উইকেট পড়েছে বারবার। মাহমুদউল্লাহ ও সাকিব (তানজিম) সত্যিই ভালো করেছে। তবে ভুল আমাদেরই ছিল (ব্যাটিংয়ে)।

ওরা সত্যিই খুব ভালো বল করেছে। বিশেষ করে সিলসকে কৃতিত্ব দিতেই হবে। সে খুব ভালো করেছে এবং আমরা রান করতে পারিনি। সম্ভবত ২০ রানে ৪ উইকেট পড়েছে, এটাই ছিল সমস্যা। তারপরও আমাদের ভাবনা ছিল যে ঘুরে দাঁড়াতে পারব। তবে শেষ পর্যন্ত এ ধরনের উইকেটে ২২৮ রান যথেষ্ট নয়। ৩শ’র বেশি রান হলে ভালো হতো এরকম উইকেটে।

২২৭ রানের পুঁজি নিয়ে বোলারদের সুযোগ ছিল খুবই কম। বোলারদের দিকে আঙুল তুলছেন না অধিনায়কও। আবারো দায় দিলেন তিনি ব্যাটিংকেই। আমার মনে হয়, প্রথম ১০ ওভারে আমরা ভালো বল করেছি। বিশেষ করে রানা ভালো করেছে। কিছু জায়গায় উন্নতি করতে হবে আমাদের। তবে ২২৮ রান নিয়ে এ ধরনের উইকেটে বোলারদের কাজ কঠিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close