ক্রীড়া ডেস্ক

  ১৭ অক্টোবর, ২০২৪

অতীত ভুলে ঘুরে দাঁড়াতে চান পাকিস্তান মেয়েরা

উইমেনস সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে থেকে বিদায় নেওয়া পাকিস্তানকে গোলের মালা পরিয়েছিল বাংলাদেশ। উড়িয়ে দিয়েছিল ৬-০ গোলে। ভারতের কাছে ৩-০ গোলে হেরে শুরুর পর বাংলাদেশের বিপক্ষে হেরে বিদায়ঘণ্টা বেজেছিল পাকিস্তানের। এবারও বাংলাদেশের গ্রুপে আছে তারা। তবে পাকিস্তান অধিনায়ক মারিয়া জামিলা খান জানান, দুই বছর আগেই সেই অতীত মনে রাখতে চাইছেন না!

নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আজ ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সপ্তম আসর শুরু হবে। ‘এ’ গ্রুপে এ দুই দলের সঙ্গে আছে প্রতিযোগিতার শিরোপাধারী বাংলাদেশ। সাবিনা-মারিয়াদের বিপক্ষে আগামী ২০ অক্টোবর মুখোমুখি হবে জামিলা-জাহমেনারা। কাঠমান্ডুর হোটেলে গতকাল বুধবার অনুষ্ঠিত হলো সাত দলের কোচ ও অধিনায়কের সংবাদ সম্মেলন। সেখানেই পাকিস্তান অধিনায়ককে প্রশ্ন করা হয়, দশরথ স্টেডিয়ামে দুই বছর আগের সেই তেতো হার নিয়ে। ৩৩ বছর বয়সি এ মিডফিল্ডার বললেন, অতীত নিয়ে পড়ে থাকতে চান না তিনি।

‘সবার মতো আমিও বলতে চাই, অতীত অতীতই। তো শুরুতেই আমরা মনোযোগ দেব আমাদের প্রথম ম্যাচের দিকে। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর আমরা বাংলাদেশ ম্যাচে দৃষ্টি দেব। সামনে যে ম্যাচটা আসবে, সেটা নিয়েই আমরা ভাবব, বর্তমানে থাকব।’ গতবার গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে শুধু মালদ্বীপের বিপক্ষে জিতেছিল পাকিস্তান। এবার আরো ভালো ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলার লক্ষ্য দলটির অধিনায়কের।

‘আপনিও বললেন, এটা আমাদের দ্বিতীয়বারের মতো খেলতে আসা, দুই বছর আগে আমরা প্রথমবার খেলতে এসেছিলাম, খুবই রোমাঞ্চিত ছিলাম। আট বছর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকার পর আমরা গতবার খেলতে এসেছিলাম। দুই বছর পার হয়েছে, এখন আমরা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত। দলের সবাই শিহরিত; আমাদের দলের সবার কাছে এটা বিশ্বকাপের মতো।’

পাকিস্তান কোচ আবদেল রিজকির মনে হচ্ছে, মাঝের সময়ে তার দল এগিয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে উন্মুখ হয়ে থাকার কথাও জানালেন তিনি। ‘আমি মনে করি, গতবারের চেয়ে আমরা এবার এগিয়েছি। আমি মনে করি, এবার আমরা গতবারের চেয়ে আরেকটু বেশি আত্মবিশ্বাসী। আমার প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে, এরচেয়ে বেশি আর কি চাইতে পারি আমরা। আমরা সেরা ম্যাচটি খেলতে চাই। আমরা চাপ উপভোগ করি, আমাদের জন্য এটা স্রেফ একটা ম্যাচ নয়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close