ক্রীড়া প্রতিবেদক

  ১৩ ডিসেম্বর, ২০২৪

রোমাঞ্চ ছড়িয়ে জিতল বার্সা

সিগনাল ইদুনা পার্কে ৫ গোলের থ্রিলার উপহার দিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনা। স্নায়ুঠাসা এ লড়াইয়ে শেষ হাসি হেসেছে বার্সা। গত বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়েছে কাতালানরা। এ জয়ে শেষ ষোলোর পথে এগিয়ে গেল হান্সি ফ্লিকের বার্সা।

আক্রমণ পাল্টা আক্রমণে খেলা হলেও প্রথমার্ধ ছিল গোলবিহীন। কিন্তু দ্বিতীয়ার্ধে গোল হলো ৫টি। দুদফা পিছিয়ে পড়েও লড়াইয়ে ফিরল বরুশিয়া ডর্টমুন্ড। কিন্তু তৃতীয় দফা পিছিয়ে পড়ে আর পেরে ওঠেনি দলটি। বদলি নেমে ১০ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে বার্সেলোনার জয়ের নায়ক বনে যান ফেররান তোরেস। তোরেসের জোড়া গোলছাড়া অপর গোলটি করেন দারুণ ছন্দে থাকা রাফিনিয়া। ডর্টমুন্ডের হয়ে গোল দুটি করেছেন সেরহু গুরাসি।

এ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। আসরের প্রথম ম্যাচে হারের পর টানা ৫টি জয় তুলে নিল দলটি। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট তাদের। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ১৮। ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ডর্টমুন্ড। ম্যাচ জয়ের মতো মাঝ মাঠের নিয়ন্ত্রণও ছিল বার্সেলোনার। ৫৫ শতাংশ বল দখলে ছিল দলটির। শট নেয় মোট ১৩টি, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে দুটি লক্ষ্যে শট নিয়ে দুটিতেই গোল পেয়েছে ডর্টমুন্ড। তবে মোট ১২টি শট নেয় তারা।

প্রথমার্ধে ৩টি অন-টার্গেট শটে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে প্রথম শটেই গোল মিলে বার্সার। ৫২তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে দানি ওলমোর বাড়ানো বলে অফসাইডের ফাঁদ ভেঙে ডি-বক্সে ঢুকে কোণাকুণি শটে লক্ষ্যভেদ করেন রাফিনিয়া।

সাত মিনিট পরেই পাউ কুবারসির ভুলে সমতায় ফেরে স্বাগতিকরা। গুরাসিকে ডি-বক্সে অহেতুক ধাক্কা দিয়ে পেনাল্টি উপহার দেন। সফল স্পটকিকে নিজেই গোল আদায় করে নেন গুরাসি।

৭১তম ৩ খেলোয়াড় বদল করে বার্সা। ৪ মিনিট পর জুলস কুন্দের কাটব্যাক থেকে বদলি খেলোয়াড় ফেরমিন লোপেজের শট স্বাগতিক গোলরক্ষক গ্রেগর কোবেল ফেরালেও গোলমুখে আলগা বল পেয়ে জালে পাঠান আরেক বদলি খেলোয়াড় তোরেস।

তবে ৩ মিনিটের ব্যবধানে ফের সমতায় ফেরে ডর্টমুন্ড। জান কুতোর বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে আলতো টোকায় আগুয়ান গোলরক্ষক ইনাকি পেনাকে এড়িয়ে গুরাসিকে পাস দেন প্যাসকল গ্রস। ফাঁকায় পেয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান গুরাসি। ৮৫তম মিনিটে জয়সূচক গোলটি পায় বার্সা। পাল্টা আক্রমণ থেকে সতীর্থের বাড়ানো বল পেয়ে ফাঁকায় থাকা তোরেসকে নিখুঁত এক পাস দেন লামিনে ইয়ামাল। বল পেয়ে সময় নিয়ে কোণাকুণি শটে জালে পাঠাতে কোনো ভুল হয়নি এ স্প্যানিশ ফরোয়ার্ডের।

এদিকে বার্সার মতো স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান। ঘরের মাঠ সান সিরোতে রেড স্টার বেলগ্রেডের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে ইতালিয়ান ক্লাবটি। ৪২ মিনিটে রাফায়েল লিয়াও এগিয়ে দেন স্বাগতিকদের। ৬৭ মিনিটে সার্বিয়ান ক্লাবটিকে সমতায় ফেরান র‌্যান্ডনজিচ।

পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়ে টামি আব্রাহাম। ৮৭ মিনিটে এসি মিলানের হয়ে জয়সূচক গোল করেন তিনি। বার্সা-মিলান কষ্টে জিতলেও সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এএস মোনাকোকে ৩-০ গোলে হারিয়েছে উত্তর লন্ডনের ক্লাবটি।

আর্সেনালের হয়ে জোড়া গোল করেন বুকায়ো সাকা। দুঅর্ধে ?২ গোল করেন ইংলিশ মিডফিল্ডার। ৮৮ মিনিটে মোনাকোর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জার্মান ফরওয়ার্ড কাই হাভার্টাজ। ওদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-১ গোলে হারিয়েছে স্লোভান ব্রাতিসলাভাকে।

টানা ৫ ম্যাচ জিতে বার্সেলোনা উঠে এসেছে পয়েন্ট তালিকার দুই নম্বরে। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠে এসেছে স্প্যানিশ জায়ান্টরা। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের দূরত্ব ৩ পয়েন্টের। বার্সার পেছনে আছে যথাক্রমে আর্সেনাল (১৩), বায়ার লেভারকুজেন (১৩), অ্যাস্টন ভিলা (১৩), ইন্টার মিলান (১৩), ব্রেস্ট (১৩), লিলঁ (১৩), বরুসিয়া ডর্টমুন্ড (১২) ও বায়ার্ন মিউনিখ (১২)।

একনজরে ফলাফল

লিলঁ ৩-২ স্টার্ম গ্রাজ

অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-১ স্লোভান ব্রাতিসলাভা

বরুশিয়া ডর্টমুন্ড ২-৩ বার্সেলোনা

ফেনুর্ড ৪-২ স্পার্তা প্রাহা

জুভেন্টাস ২-০ ম্যানচেস্টার সিটি

এসি মিলান ২-১ রেড স্টার বেলগ্রেড

স্টুটগার্ট ৫-১ ইয়াং বয়েজ

আর্সেনাল ৩-০ মোনাকো

বেনফিকা ০-০ বোলোনা

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close