সিলেট (ফেঞ্চুগঞ্জ) প্রতিনিধি

  ১৩ ডিসেম্বর, ২০২৪

ফেঞ্চুগঞ্জে ব্যতিক্রমী আয়োজন ‘পঞ্চফোড়ন’

ছবি : প্রতিদিনের সংবাদ

ব্যতিক্রমী গীতকবিতার আয়োজন হলো সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়। সব বয়সী দর্শকদের মনের খোরাক হয়ে উঠা আয়োজনটি প্রশংসা কুড়িয়েছে ‘পাচ ফোড়ন’।

বৃহস্পতিবার (১২ই ডিসেম্বর) বিকাল থেকে উপজেলার পালবাড়ি এসএফএল রোডের সংস্কৃতি বাড়ি হিসাবে পরিচিত আনোয়ারে মঞ্জিলে অনুষ্ঠিত হয় পাচ ফোড়ন অনুষ্ঠান। প্রথমাংশে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাচ কবির একজন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, কবি গবেষক রিয়াজ উদ্দীন ইসকা, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক পূণ্যভূমির সম্পাদক, সমাজহৈতিষী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুপম পত্রিকার নির্বাহী সম্পাদক, কবি সরওয়ার চৌধুরী, সুরকার মহসিন, সাংস্কৃতিক কর্মী সাইফুল আলম জুয়েল।

কবি ও সাংস্কৃতিক কর্মী, কবি, এডভোকেট মনিরুল টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে গীতিকবি রিয়াজ উদ্দীন ইসকা, মমতাজ জালাল, মনিরুল টিটু,মো:মহসিন ও এমএ রউফের গান পরিবেশন করেন দিপাঞ্জলি দে, ইনাম ইজাজুল হক, আমিনুল ইসলাম শ্যামল, বিমান তালুকদার,মুহিবুল ইসলাম রিপন, এফএইচ পাপ্পু, হিল্লোল শর্মা, মিতালী,আজাদ,পুর্বারানী বর্মন।

শীতের পিঠাপুলির মৌসুমে পঞ্চ ফোড়নের আয়োজন প্রশংসা কুড়িয়েছে সব বয়সী দর্শকদের। এরকম আয়োজন অব্যাহত রাখতে আহবান জানান তারা।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close