সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৩ ডিসেম্বর, ২০২৪

২৮ লাখ টাকাসহ ডাচ বাংলা ব্যাংকের দুই এজেন্টকে অপহরণের অভিযোগ

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচ বাংলা ব্যাংকের দুই এজেন্টকে ২৮ লাখ টাকাসহ অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। খবর পেয়ে অপহৃত ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। অপহৃতরা হলেন, মামুন ও মিরাজ। তাদের পুরো পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ২৮ লাখ টাকাসহ ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট মামুন ও মিরাজ একটি মোটর সাইকেলযোগে যাচ্ছিলেন। তারা শ্যামলীপাড়া এলাকায় পৌঁছলে একটি মাইক্রোবাসযোগে এসে অপহরণকারিরা মোটর সাইকেলটি আটকে দেয়। এ সময় ২৮ লাখ টাকাসহ তাদের তুলে নিয়ে যায় অপহরণকারিরা।

সিরাজগঞ্জ সহকারি পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর এ তথ্য নিশ্চিত করে জানান, ডাচ বাংলা ব্যাংকের দুই এজেন্টকে অপহরণ করা হয়েছে বলে সংবাদ পেয়েছি। খবর পেয়েই পুলিশ তদন্ত ও অভিযান শুরু করেছে। তাদের কাছে কত টাকা ছিল সেটা দুই এজেন্টকে উদ্ধার করতে পারলেই বিস্তারিত জানা যাবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডাচ বাংলা ব্যাংক,সিরাজগঞ্জ,অপহরণ,এজেন্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close