ক্রীড়া প্রতিবেদক

  ১৩ ডিসেম্বর, ২০২৪

নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

বাংলাদেশের দল ঘোষণা

নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মালয়েশিয়ার ক্লাং শহরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব-১৯ বয়সি নারী ক্রিকেটারদের টুর্নামেন্ট। এবারের আসরটি মাঠে গড়াবে ১৫ ডিসেম্বর থেকে। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। এ টুর্নামেন্টের সব ম্যাচই অনুষ্ঠিত হবে বায়ুয়েমাস ক্রিকেট ওভালে। গতকাল বৃহস্পতিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে হয়েছে মেয়েদের ফটোশ্যুটও। ৫ দলের এ টুর্নামেন্টে অংশ নেবে স্বাগতিক মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত, নেপাল (বাছাইপর্বের দল), পাকিস্তান এবং শ্রীলঙ্কা। আজ শুক্রবার এ টুর্নামেন্টে খেলতে দেশ ছাড়বে বাংলাদেশের মেয়েদের দল।

বাংলাদেশ স্কোয়াড :

সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা (সহঅধিনায়ক), মোছা. ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়ারিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সেবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, মেহেরুন নেসা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close