reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ডিসেম্বর, ২০২৪

সোনালী আঁশের আলেখ্য ২০২৪ এর মোড়ক উন্মোচন

সংগৃহীত

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন এর হাত দিয়ে প্রচ্ছদ উন্মোচন হলো আমাদের প্রথম ম্যাগাজিন ‘সোনালী আঁশের আলেখ্য ২০২৪’।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে বহুমুখী পাটপণ্যের মেলা ও প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি আসেন, বহুমুখী পাটপন্য মেলা ও ফটো প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন এরই সাথে পাট ও বস্ত্র মন্ত্রনালয়, জেডিপিসি ও এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ম্যাগাজিন ‘সোনালী আশেঁর আলেখ্য ২০২৪’ এর প্রচ্ছদ উন্মোচন করেন।

এই সময় সেখানে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট সচিব আ. রউফ, জেডিপিসির নির্বাহীর পরিচালক জিনাত আরা, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন ও এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের ফাউন্ডার এম শাফাক হুসেইন, পিএসও এর ফাউন্ডার মো: সোলায়মান আহমেদ জীসান, এসএস গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর আমান উল্লাহ্ এবং আইটি বিটস এর সিইও এরিকা আফরিন বুশরা।

এই উদ্যোগের সাপোর্ট পার্টনার হিসেবে যুক্ত ছিলো সিএসডি একাডেমী, পাবলিক স্পিকিং অফিসিয়াল, আইটি বিটস্, ইভেন্ট এক্সপ্রেস।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close