ক্রীড়া ডেস্ক

  ০৫ ফেব্রুয়ারি, ২০২৪

টেস্ট ক্রিকেট খেলতে চান না তাসকিন

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে তাসকিন আহমেদ। বিশ্বকাপের পর বাংলাদেশ তিন ফরম্যাট মিলিয়ে তিনটি সিরিজ খেলেছে। যার একটির মধ্যেও ছিলেন না তাসকিন। বিসিবির মেডিকেল বিভাগের পরামর্শে বিশ্রামে যান জাতীয় দলের এ পেসার। তবে বিশ্রামে থাকাকালীন আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি তাসকিনকে ২০২৪ সালের আসরে দলে ভেড়াতে চেয়েছিল। বরাবরের মতোই বিসিবির অনুমতি না পাওয়ায় নিলাম থেকে নাম প্রত্যাহার করা হয় এ স্পিডস্টারের। এসব কিছু ছাপিয়ে দীর্ঘ দিন পর চোটের সব সম্ভাবনা উড়িয়ে বিপিএল দিয়ে তিনি খেলায় ফিরেছেন। তবে এখনো নিজের চিরচেনা ছন্দে ফিরতে পারেননি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়ে জাতীয় দলের হয়ে ফিরতে যাচ্ছেন তাসকিন।

বিপিএলের পরই তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ আসছে লঙ্কানরা। সেই সিরিজ দিয়েই লাল-সবুজ জার্সিতে প্রত্যাবর্তন ঘটবে তাসকিনের। তবে এবার নতুনভাবে খবরের শিরোনাম হয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটটাই আর খেলতে চান না তাসকিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন তিনি। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস তাসকিনের চিঠির বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ও (তাসকিন) টেস্ট ক্রিকেট খেলতে চায় না বলে আমাদেরকে একটি চিঠি দিয়েছে। বিপিএলে শেষে আমরা এ ব্যাপারে তার সঙ্গে আলোচনা বসব।’ তাসকিনের এ সিদ্ধান্তের ব্যাপারে কোচের মতামতও নিতে চান জালাল ইউনুস। তিনি বলেন, ‘কোচ ফিরে আসুক এ ব্যাপারে আমরা তার সঙ্গেও কথা বলব।’

মূলত চোটের জন্য সাদা পোশাকের ক্রিকেট থেকে দূরে থাকতে চান তাসকিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close