ক্রীড়া ডেস্ক

  ৩০ মে, ২০২০

ফের শীর্ষ ধনী ক্লাব রিয়াল মাদ্রিদ

বড় কোনো শিরোপা না জিতেই ইউরোপিয়ান ফুটবলের গত মৌসুম শেষ করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু অর্থকড়ি প্রাপ্তির হিসেবে আরেকবার শীর্ষস্থান অক্ষুণœ রাখতে পেরেছে স্প্যানিশ ক্লাবটি। গতবারের মতো এবারো ইউরোপের সবচেয়ে বিত্তবান ক্লাব রিয়াল। তাদের পরই রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং বার্সেলোনা। স্প্যানিশ গণমাধ্যম মার্কা প্রকাশ করেছে এমন খবর।

সবশেষ দুই মৌসুমে মাঠের পারফরম্যান্সে খুব একটা সুবিধা করতে পারেনি লস ব্ল্যাঙ্কোসরা। চলতি মৌসুমে অবশ্য লা লিগায় শিরোপার দৌড়ে ভালোভাবেই টিকে আছে তারা। তবে করোনার প্রভাবে সব ধরনের ফুটবল স্থগিত হলেও আয়ের পথ বন্ধ হয়ে যায়নি রিয়ালের। বরং গেল এক বছরে ৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে মাদ্রিদের ক্লাবটির। রিয়ালের আয়ের উৎসগুলোর মধ্যে বাণিজ্যিক আয় বেড়েছে ৪১ শতাংশ। সব মিলিয়ে ক্লাবটির বর্তমান আর্থিক মূল্য ৩৪৭৮ মিলিয়ন ইউরো। দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সম্পদের পরিমাণ ৩৩৪২ মিলিয়ন ইউরো। আর রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার বর্তমান আর্থিক মূল্য ৩১৯৩ মিলিয়ন ইউরো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close