ক্রীড়া প্রতিবেদক

  ২২ মে, ২০২০

বিপিএল খেলতে আগ্রহী উইলিয়ামসন

তামিমের সঙ্গে অনলাইন আড্ডায় কিউই অধিনায়ক

মাঠের ভেতরে কিংবা বাইরেÑ সব সময়ই নিপাট ভদ্রলোক তিনি। নিজে কখনো মেজাজ হারান না, সতীর্থদেরও আগ্রাসী দেখতে পছন্দ করেন না। এটাই যেন কেন উইলিয়ামসনের ক্রিকেটীয় দর্শন। যে কারণে ন¤্রতা-বিনয়ের সমার্থক হয়ে উঠেছেন তিনি। কাল তাকে এভাবে আরেকবার দেখা গেল তামিম ইকবালের ফেসবুক লাইভ অনুষ্ঠানে।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আগেই জানিয়েছিলেন, ফেসবুক আড্ডায় বৃহস্পতিবার তার অতিথি নিউজিল্যান্ডের অধিনায়ক। সেই ব্যক্তিটি উইলিয়ামসন হওয়ায় দেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহে মোটেও ভাটা ছিল না। আড়াই লাখের মতো দর্শক তারই প্রমাণ। আর উইলিয়ামসনও ভার্চুয়াল আড্ডার শুরুতে জিতেছেন মন।

অনুষ্ঠানের শুরুতে তামিম বলেছিলেন ক্রিকেট নিয়েই আলাপ করবেন। কিউই অধিনায়ক অবশ্য সবার আগে বাংলাদেশের মানুষের খোঁজখবর নিলেন। যেমনটা জিজ্ঞেস করেছিলেন তামিমও, ‘নিউজিল্যান্ডের কি খবর বলো?’

করোনাভাইরাস মহামারিতে বিশ্ব এমনিতেই বিপর্যস্ত। এর মধ্যে আবার ভারত ও বাংলাদেশের ওপর দিয়ে বয়ে গেল সুপার সাইক্লোন ‘আম্পান’। উইলিয়ামসন এ নিয়ে খোঁজ নিলেন সবার আগে, ‘বাংলাদেশের মানুষ আশা করি করোনা থেকে নিজেদের এড়াতে পারছে। সাইক্লোন আঘাত হানার কথাও শুনলাম। আশা করি, সবাই সুস্থ ও ইতিবাচক আছে।’

তামিম জানিয়ে দেন, সাইক্লোন ভারতের দুই রাজ্যে যতটা তা-বলীলা চালিয়েছে, ততটা ভয়াবহ হয়নি বাংলাদেশে। করোনায় নিজেদের দেশের পরিস্থিতি বলার পর বাংলাদেশের মানুষের পরিস্থিতি জানতে চেয়েছিলেন উইলিয়ামসন। তামিম জানান, দেশে দিন এনে দিন খাওয়া মানুষের সংখ্যা বেশি। এভাবে দীর্ঘদিন লকডাউন থাকলে অন্য সমস্যাগুলো বাড়তে থাকবে। সরকার তাই ধীরে ধীরে সব খুলছে, নইলে করোনার চেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়াতে পারে খিদে।

উইলিয়ামসনের প্রতি তামিমের পরের প্রশ্ন ছিল, ‘আমাদের কিন্তু নিজস্ব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আছে বিপিএল। বিপিএল শুরুর আগে মানুষ তোমাকে নিয়ে কথা বলে। তারা চায় তুমি এখানে খেলো। তুমি অবসর পেলে কি বিপিএলে খেলতে আগ্রহী?’ ২৯ বছর বয়সি উইলিয়ামসনের জবাব, ‘সময় বের করতে পারলে আমি খুবই আগ্রহী। এটা দুর্দান্ত একটি টুর্নামেন্ট। অনেক ভালো কিছু হয়ে থাকে। দেখা যাক (ভবিষ্যতে) কী হয়!’

বিপিএলে এখনো খেলা না হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মাঠ মাতিয়েছেন গত বিশ্বকাপের সেরা খেলোয়াড়। তারকা এই ক্রিকেটারকে ঘিরে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে থাকে দারুণ আগ্রহ। যদিও সময়-সুযোগ করতে না পারায় সমসাময়িক অন্যান্য ক্রিকেটারের চেয়ে উইলিয়ামসন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারেন কমই।

মাশরাফির কাছ থেকে নেতৃত্বভার বুঝে পাওয়া তামিম কিউই দলপতির আছে আরো জানতে চান তার অধিনায়কত্বের শুরু ও চ্যালেঞ্জ নিয়ে। জবাবে উইলিয়ামসন বলেন, ‘এটা মোটেও সহজ ছিল না। ব্রেন্ডন (ম্যাককুলাম) হুটহাট অবসর নেওয়ায় আমার ওপর দায়িত্ব বর্তেছে। আমি দ্বৈত সমস্যার সম্মুখীন হয়েছি। কারণ আমি একইসঙ্গে অধিনায়ক ও খেলোয়াড় ব্রেন্ডনের অভাব টের পেয়েছি। সেদিক থেকে তুমি সৌভাগ্যবান। কারণ ম্যাশ (মাশরাফি বিন মুর্তজা) নেতৃত্ব ছাড়লেও খেলোয়াড় হিসেবে থাকছে। অধিনায়ক হিসেবে ম্যাশের অভিজ্ঞতা ও দর্শন তোমাকে অনেক সহায়তা করবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close