ক্রীড়া ডেস্ক

  ২৩ জানুয়ারি, ২০২০

সিরিজ পরিচালনায় কেবল এক বিদেশি

আগামীকাল থেকে শুরু হবে স্বাগতিক পাকিস্তান ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আলোচিত এই সিরিজের ম্যাচগুলো পরিচালনার জন্য ম্যাচ অফিশিয়াল ও আম্পায়ারদের নাম ঘোষণা করা হয়েছে। সিরিজের তিনটি ম্যাচেই আইসিসির অফিশিয়াল হিসেবে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রঞ্জন মাদুগালে। ম্যাচ পরিচালনায় নিযুক্ত ৬০ বছর বয়সি এই শ্রীলঙ্কানই একমাত্র বিদেশি। তিনি ব্যতীত প্রত্যেক ম্যাচে আম্পায়ারদের ভূমিকায় থাকবেন পাকিস্তানের আম্পায়াররাই।

লাহোরে শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন আহসান রাজা ও শোজাব রাজা। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আহমেদ শাহাব। তারিজ রশিদ চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন।

ম্যাচ পরিচালকদের তালিকায় পরিবর্তন আসবে না পরের দুটি ম্যাচেও। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচেও অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন দুই ‘রাজা’ আহসান ও শোজাব, টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আহমেদ শাহাব এবং তারিজ রশিদ চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন।

টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে গতকাল রাত ৮টায় বিশেষ চাটার্ড বিমানে দেশ ছেড়েছে বাংলাদেশের ক্রিকেটাররা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close