ক্রীড়া প্রতিবেদক

  ১৮ জুন, ২০১৯

রোমানদের জন্য উৎসব প্রস্তুতি

রোমান সানা বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপসে পুরুষ রিকার্ভ এককে ব্রোঞ্জ পদক জিতেছেন এটা পুরোনো খবর। বিশ্বকাপ ক্রিকেটের ডামাডোলে সানাকে চাপা পড়ে গেছেন। তবে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী ঘোষণা দিয়েছেনÑ রোমান সানাকে নিয়ে ব্যাপক উৎসব হবে। সেই প্রস্তুতিই সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। ১৮ জুন দেশে ফিরবেন রুমান সানাসহ অন্য আর্চাররা দেশে ফিরছেন।

গত রোববার নেদারল্যান্ডসে ব্রোঞ্জপদক জয় করেছেন রোমান। জিতেছেন বিশ্বের ৬ নম্বর ইতালির তারকার মাউরো নেসপোলির বিপক্ষে। ২৪ বছর বয়সি রোমান ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি খেলার মর্যাদা অর্জন করেছেন।

সানা সরাসরি অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা শুধু আর্চারিই নয়; বাংলাদেশে অ্যাথলিটদের জন্যও গৌরবময় দৃষ্টান্ত হয়ে থাকবে। আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘আমরা সবাই মিলে রোমানকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নপূরণ করেছে।’ আর্চারদের পৃষ্ঠপোষক সিটি গ্রুপ ভবিষ্যতেও সহায়তা করবে। উল্লেখ্য, ১ জুলাই থেকে জার্মানির বার্লিনে বসবে আর্চারির বিশ্বকাপ। যেখানে অংশ নেবে বাংলাদেশের আর্চাররা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close