reporterঅনলাইন ডেস্ক
  ০২ জুন, ২০১৯

বাঁকাচোখে

স্বপ্ন

সামনের বছর টোকিও অলিম্পিক। থাকছে খেলার সুযোগও। কিন্তু তা নিশ্চিত করতে একটা লক্ষ্য অবশ্য পূরণ করতে হবে বাংলাদেশের। বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে একটি ইভেন্টে খেলতে হবে কোয়ার্টার ফাইনালে। নেদারল্যান্ডসের বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপই এখন বাংলাদেশের আর্চারদের স্বপ্নপূরণের মঞ্চ। আগামী ৯-১৬ জুন নেদারল্যান্ডসে বসছে ওই আসর। স্বপ্নের ফেরিওয়ালা কোচ মার্টিন ফ্রেডরিক জানিয়েছেন, ‘এই আসরে রেকর্ডসংখ্যক দেশ অংশ নেবে। অলিম্পিকের স্বপ্ন বাঁচাতে হলে আমাদের সেরা আটে থাকতে হবে।’ রোমান সানার চোখেও অলিম্পিক ছাড়া কিছু নেই। পুরোদমে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। বলেছেন, ‘আমরা অলিম্পিক ছাড়া কিছুই ভাবছি না।’

দেখাদেখি

তাদের দেখাদেখি হয়ে যাচ্ছে ফাইনালের আগেই। যে মসৃণ পথে আসর চলছে; তাতে এই ইঙ্গিতই স্পষ্ট। বলছি ফরাসি ওপেনের কথা। কথা হচ্ছে রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে নিয়ে। এই দুই মহাতারকার ফরাসি ওপেনে মহাদ্বৈরথের আশা আরও উজ্জ্বল হয়েছে। তবে যেভাবে তারা এগোচ্ছেন তাতে ফাইনালের আগেই শেষ চারে দেখা হচ্ছেই তাদের। ৩৭ বছর বয়সি সুইস মহাতারকা ফেদেরারকে টেনিস কোর্টে এখন টগবগেই মনে হয়। এখনো সেই দুর্দান্ত স্টাইল-গতি-ফিনিশিং। চতুর্থ রাউন্ডে উঠেছেন একেবারে নির্বিঘেœ। ছুটছেন রাফায়েল নাদালও। তৃতীয় রাউন্ড শেষ করছেন নিজের মতোই। সব ঠিকঠাক থাকলে সেমিতেই রোলা গাঁরোতে জমবে ফেডেক্স-রাফা দ্বৈরথ। সূত্র : এএফপি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close